জামাই বেটা মন্দ ভারী- খাচ্ছে দেখ বসি বসি
এনেছে এক পঁচা শাড়ী- বলছে অনেক দামী।
খাচ্ছে দেখ তাড়াতাড়ি- ভাবছে বুঝি নেবে শালী
আমার মেয়ে অনেক ভাল- দিচ্ছে খেতে মুড়োগুলি।
লেজা-পোছা আমার ভাগে- জামাই বেটা খাচ্ছে বসে
জামাই বেটা যাবে কবে- দিচ্ছে শুধুই ব্যথা বুকে।


জামাই বেটা দারুন চালাক- বাজার গিয়ে খাচ্ছে তামাক
সাথে আনছে পকেট ভরি- টাকাগুলো দেবেন উনি।
গেল গেল মান ইজ্জত- জামায় বেটার কান্ডগুলি
বিড়ির টাকা চায়ের টাকা- দিচ্ছি আমি সন্ধ্যা হলি।


যাবে কবে জামাই বেটা- মেয়ে আমার হবে একা
বুঝিয়ে তাকে রাখবো কাছে- আর দেবনা জামায়ের হাতে।
রাগে দুঃখে এসব বলি- খসছে যে আজ ক্যাশগুলি
জামাই বেটা গেলে বাড়ী- পুজো দেব পড়শী ডাকি।
জামাই বেটা যাবে বাড়ী- পকেটগুলো ভারী করি
বাড়ী গিয়ে কিনবে বিড়ি- আমার হবে দুঃখ ভারি।


মেয়ে দিয়েছি বেটার হাতে- তাইতো পারিনা মন্দ বলতে
কবে যে হবে মানুষ বেটা- পাব শান্তি মনে মনে।
জন জামাই আর ভাগ্নেকে ভাই- কিচ্ছুটি না যায়যে বলা
তাই বলে কি এমনি করে- নেবে সব লুইট্টা-পুইট্টা।


(সেপ্টেম্বর ২২, ২০১৭)


বিঃদ্রঃ পুজা উপলক্ষে জামাই শ্বশুড়বাড়ী গেলে যা করে (অবশ্য সকল জামাই নই) তারই এক চিত্র ফুটিয়ে ওঠানো মাত্র। ভুলত্রুটি মার্জনীয়।