যার নেই জানা যেনে নেওয়া নেই মানা
শেখ তুমি শেখ তুমি করেনিকো কেউ মানা।
শিক্ষাতে নেই মানা বুড়ো-বুড়ি ছুরো-ছুরি
কোরো নাকো হুড়ো হুড়ি- শেখ তুমি শিক্ষাটা
নেই মানা নেই মানা শেখ তুমি শেখ তুমি।


শিক্ষাতে নেই শেষ- পড় তুমি ভুরি ভুরি
জ্ঞাণিগুণি হও তুমি- নেই মানা নেই মানা।
জানে যারা মানে তারা- পথ ঘাট বুঝে যায়
অঘটন ঘটলে- শেখা যায় শেখা যায়।


শেখ তুমি ভাল করে শিক্ষাতে মানা নেই
জানা নেই মানা নেই কাজ-টাজ করা নেই।
বিপদের হাত থেকে পেয়ে যাবে নিস্তার
জানা যদি থাকে গো- পথঘাট জানা তার
হবে উদ্ধার হবে উদ্ধার জানা যদি থাকে তার।


যার নেই জানা- যেনে নেওয়া নেই মানা
শেখ তুমি শেখ তুমি করেনিকো কেউ মানা।
শিক্ষাতে নেই মানা- শেখ তুমি শিক্ষাটা
বুড়ো-বুড়ি ছুরো-ছুরি ছেলে-পুলে বৌমণি
কোরো নাকো হুটোপুটি- শেখ তুমি শেখ তুমি।


(আগষ্ট ৩০, ২০১৭)