কাজ
         - অনীক মজুমদার


আজ যে মানুষ কাজ চাই,
ঘুমানোর যে নেই সময়
কাজের মানুষ কাজে যাবে,
কাজটা পেলেই পয়সা পাবে?
সারাটা দিন কাজ আর কাজ,
কথা বলার নেই তো সময়।


ব্যস্ত আমি এখন কাজে,
খাওয়ার সময় পার যে হবে-
নেই চিন্তা নেই ভাবনা,
কাজ আর কাজ আজ যে আজ।


কাজ করে কে খাবে এতো,
নেই তো তোমার বউ ও ছেলে।


বউ নেই তো কি হয়েছে?
মা বাবা আর ভাইটি আছে-
অনেক টাকা- আয়, করতে হবে
ভাইটিকেতো মানুষ- করতে হবে।


কাজের সময় এখনই তো
এর পরে যে কাজ হবেনা,
মা বাবাকে খাওয়াতে হবে
কাজ আমাকে করতে হবে,
সকল সময়- দিনে রাতে।


কাজের সময় পার হ’ল যে,
এখন আমি ব্যস্ত কাজে
রাগিওনা আর আমাকে,
কাজ করতে- দাও আমাকে।


কাজের মানুষ এখন আমি,
কাজ ছাড়া আজ বুঝিনা কিছু।


(এপ্রিল ০৫, ২০০৯)


টাকা
     - অনীক মজুমদার


(আমার এই লিখনিটি গত আগষ্ট ০৫, ২০০৯ তারিখে লিখেছিলাম কিন্তু শ্রদ্ধেয় কবিবর আজাদ আলী সাহেবের টাকা নিয়ে একটি লেখা দেখে গত ১৭/০৯/২০১৭ তারিখে নিম্নের এই লিখনিটি কমেন্ট বক্সে পোষ্ট করেছিলাম।)


সকালে উঠিয়া আমি টাকার গল্প শুনি
তাই আমি সারাদিন টাকার পেছনে ছুটি।
শুনেছি- ঢাকা এক, আজব শহর
সেথায় নাকি ওড়ে টাকা
অলি আর গলি।


‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি
সারাদিন আমি যেন’ টাকার বান্ডিল গুনি।
টাকা ছাড়া এ দুনিয়ায়-
মেলেনাকো কিছু।
টাকা হলে সবই পাবে-
মদ গাঁজা আর নারী।
টাকায় বানাই অহংকার-
টাকায় বানায় দালান,
নিচের মানুষ কেমন আছে
খোঁজ নিবোনা এখন।


মরছে মরুক ঐ ছোটলোক
বস্তিবাসি সকল,
আমার আছে অনেক টাকা
ধার ধারিনা কারো ॥


(আগষ্ট ০৫, ২০০৯)