(শ্রদ্ধেয় কবি সঞ্জয় কর্মকার মহাশয়ের ফিস প্রদান করতে গিয়ে আজ কমেন্ট বক্সে লেখা)


চোখের সামনে ভাসে না সে বস্তু- দেব কিভাবে বলুন
দেওয়ার ইচ্ছা জাগে মনে- সাধ্যেতে আজ কুলাই না।
আমি মানুষ অতি ছোট- কথা বলি বড় বড়
সাধ আছে সাধ্য নেই দেবার- গরীব হয়ে জন্মেছি আমিযে ।


ইচ্ছে ছিল দু’হাত ভরে গরীবের তরে বিলিয়ে দেব-
শান্তি মিলবে হৃদয়ে- গরীবে পাবে মুক্তি
আজ দেবার মত কিছু নেই- আছে বুক ভরা ভালবাসা
গ্রহণ করুন ভালবাসাটুকু মোর- হৃদয় উজার করা।


মোর হৃদয়খানি অনেক বড়- পারিনা অর্থের কাছে যেতে
তাই গরীবের তরে দিতে পারিনেকো ঢেলে- তাদের চাহিদাগুলো।
তবে আজ কি দেব উপহার তোমায়- দেবার মত নেইতো কিছুই মোর
কি দেব ফিস কিভাবে দেব- আজ নেই মোর জানা।


(সেপ্টেম্বর ১৫, ২০১৭)


বিঃদ্রঃ শ্রদ্ধেয় কবি সঞ্জয় কর্মকার মহাশয় আমার লেখনি অভিমান’এ মন্তব্য প্রদানের ছলে ফিস দিতে বলেছেন। আমি ফিস কি দেব কি দেওয়া যায় ভাবতে ভাবতে আজ আমার এ লেখনির প্রকাশ।
লেখনিটি শুতিমধুর হয়নি তবুও আপনাদের পাঠের জন্য পোষ্ট মাত্র।
ভুলত্রুটি মার্জনীয়।