লিখিতে থাকি যত ভুল ত্রুটি
পাঠক পাঠে দিচ্ছেন টুকি- আসরেতে বসি।
ছলা নেই জানা কলা পাই কোথা- তবুওতো লিখেচলা
মনে আসে যাহা, লিখি-পড়ি- বারে বারে তাহা
মনের অজান্তে- হয়ে যায় নাকি সেটা কবিতা!


ভাষা খুঁজিবারে- ধোলায় করি মগজটারে
কিছু কথা পায় প্রকাশ- কিছুটা হারায়।
শুলে মনে আসে- লিখিতে গেলে হায়ায়
হয়না লেখা- আর তারে।


আমি এক কবি- লিখি ভাষা সবই
প্রকাশে পাই ব্যাথা মনে- পাঠক দেয়না সারা
আমি! এক কবি, লিখেই চলেছি- মনে আসে যাহা।
হয়নি এটা- লেখো আরও আরও ক’টা
হবে হবে নিশ্চয় হবে- লিখিতে থাকো, হৃদয়ের কথা
ঠিক হবেই একদিন- ঠিক কবিতা।


লিখে চলো পাঠ করো- নির্জনে বসি, একাকি
ভুল ত্রুটি সব ধরো নিজ চোখেতে- বুঝবে, হচ্ছেনা মিল কোথা
লেখো লেখো ইচ্ছা যত- তোমার হৃদয়ের কথা।


আমি পাঠক কবিবো পাঠ- তোমার লেখনি
ভুল ত্রুটি শুধরিয়ে দেব- হবে ঠিক পরিপাটি।
লেখ তুমি লেখ- হৃদয় কথন, মনে যাহা আসে
লেখো লেখো- ঠিক হবে একদিন, পরিপাটি
ঠিকই হবে- কবিতা।


(অক্টোবর ১১, ২০১৭)