কবিরা কখনই হয়না ব্যর্থ-
যতবার যায় যাকনা ভেঙ্গে- কলমের নীভ
তবুও শক্ত হাতে লিখে চলা।
ব্যর্থ কথাটা যেন- কবির মুখে পাইনা শোভা
ব্যর্থ বলে কিছু নেই- লেখকের মুখে কবির হৃদয়ে
যতই যাকনা য়ে তার জুতার তলা- তবুও সে পথ চলে
কাটার আঘাতেও- যায়না থামানো তারে
আর তাই- কবি হয় না কখনও ব্যর্থ।
কবি মানে লেখনি লেখা- কবি মানে কবিতা লেখা
কবি মানে মগজ ধোলাই করে- হৃদয় উজার করা কথার মালা
কবি মানে ছন্দ আর ছন্দের পতন ঘটিয়ে- শুধু লিখে চলা আর লিখে চলা
কবি মানে উদাস মন- কবি মানে ভাবের গহিন গহ্বরে হারিয়ে যাওয়া
কবি মানে ভালবাসা আর ভালবাসা
প্রেমের কিম্বা বিরহের লেখনিতে গাঁথা- অনবদ্য এক কথামালা।
আর, তাই পরিশেষে বলতে চাই- হে কবি ব্যর্থ শব্দটিকে বাদ দিন
আর, সুউচ্চস্বরে বলুন আমি ব্যর্থ নই আমি ব্যর্থ নই- আমি এক স্বার্থক কবি।


(অক্টোবর ১৫, ২০১৭)
সময়- দুপুর- ০৩:০৯


দৃষ্টি আকর্ষণ- মাঝে মধ্যে কবিরা মনো কষ্ট আর দ্বিধাবোধে তাড়িত হন। কিন্তু একটি সময় একটু ফ্রি সময় পেলেই কবির মন চাঙ্গা হয়ে ওঠে। কারণ- ভাবের গহিন গহ্বরে হারিয়ে যান তিনি (লেখক/কবি)। ঠিক তখন তিনি হারিয়ে যান অন্য ভূবনে। ঝড় বৃষ্টি বা প্রলয় এলেও টের পাননা যে কবি। তাই আমার মনে হয় কবিরা ব্যর্থ নন। কবিরাই প্রকৃত স্বার্থক ব্যক্তিত্ব। ভুলত্রুটি মার্জনীয়।