গত ১৬.০৯.২০১৭ খৃ. তারিখে শ্রদ্ধেয় কবিবর খলিলুর রহমান সাহেব শিরোনামে ‘সাগর তীরে খোঁজা’ লেখনির কমেন্ট বক্সে নিজ মন্তব্য প্রদানের উত্তরে শ্রদ্ধেয় কবিবর খলিলুর রহমান সাহেবের ক্ষমা চাওয়ায় কমেন্ট বক্সে গত ০২.১১.২০১৭ খৃ. তারিখে লেখা লেখনি।


ক্ষমা চাওয়া হয় কেন? জানা নেই মোর
থাকি ব্যস্ত কাজে- সময় পাইনা বলে
বসতে পারিনা-
আসরেতে দিনভোর।


আসরেতে জ্ঞানিগুনি- তুমি এক কবি
ক্ষমা চেয়ে লজ্জ্বা কেন দাও- তুমি বলতে পার কি?
ক্ষমা নয় বন্ধুতে- সরি তুমি বোলোনা
বন্ধু তুমি যে আমার- আছো কত আপনা।


লিখি আমি যে লেখা- আসরের পাতায়
বন্ধু, তোমাদের তরে- শেষ দিকে, কেন ক্ষমা চায়?
এইগুলো ঠিক নয়- তবুও লিখে যায়
ভুলত্রুটি ক্ষমা করে- আসিবেন মোর পাতায়।


বন্ধুতে সরি বলা- ঠিক কথা নই
আত্মার বন্ধন না হলে-
বন্ধুকি, তারে বলা যায়?


বন্ধু তুমি প্রাণের আমার- সম্পর্কে অটুট
ঘরের কথা জানবে তুমি- বউটি না জানে, না জানুক।
তাই বলি বন্ধু- চেয়োনাকো ক্ষমা
লজ্জ্বা দিয়ে মোরে তুমি- কোরোনাকো বন্ধুহারা।


সময়কাল- ১২:৪২ (নভেম্বর ০২, ২০১৭)