‘বড় ছেলের প্রতি মায়ের হতাশা’


কবিদের আসরে আমি এক কবি
আমার কবিতা পাঠে মুগ্ধ শ্রোতা- আর, জ্ঞানি গুণি
খুশি নন পিতা-মাতা লিখছি শুধুই কবিতা
কাজ-টাজ নেই কিছু? লিখছি আমি যা তা?


ছাই-বালাই লেখো কেন? লাভ কি হবে তাতে-
আমাদের শ্রাদ্ধতে লাগবেনাতো কাজে।
যাও করো কাজ তুমি আনো টাকা গুনি
খেটে খাও দাঁড়াও পায়ে- দেখে যাই আমি।


ভাইটি তোমার ভ্যান চালিয়ে- দিচ্ছে কলম কিনি
লিখছো বসে ছিড়ছো খাতা, দিন-রাত বসি।
কবি-টবি ওসব কিছু চাইনা এখন আমি
কাজ করো যাও- টাকা আনো
দাওতো হাতে দেখি?


মাগো আমি জানিনা কাজ- কলম ধরা ছাড়া
আসবে একদিন দেখবে তুমি- রাজ করবো আমি।
আমার জ্ঞান আমার ধ্যান- লিখছি কলম দিয়ে
পড়বে মানুষ দেবে টাকা- আনবো গুনি গুনি।
মাগো আমায় আর বোলোনা- যেতে ভ্যান নিয়ে
ধরলে হাতে হ্যান্ডেলটি- মরবো সাথে সাথে।


বুঝিস না তুই? বড় হয়ে
করছে কাজ ভাই
খাচ্ছিস তুই বসে বসে- লোকে কি কয়?


(জুলাই ০৬, ২০১৭)