(১০০ তম লেখনি)


ঈশ্বর মঙ্গল করুন- নিজের প্রতি খেয়াল রাখুন
দীর্ঘ জীবন কামনা করি- সুস্থ্য শরীর রাখুন ধরি।
এই হোক কথন আমার-
রাখুন সুস্থ্য- ঈশ্বর মোদের।


পদার্পনে পদার্পনে ধন্য হলেম আমি
জানবেন শুভেচ্ছা সতত- করছি নিবেদন আমি।


পাগলের প্রলাপ এটা- বধু দেয় মনে ব্যাথা
কাজ-টাজ কর কিছু? সারাদিন- লেখ দেখি?
কি লেখ ছাই-পাস!
বুঝি নাকো, বোঝাও দেখি?


মগজেতে ভাষা নেই- হৃদয়ে কথা নেই
কি বলি কি বলি- ভাষা নাহি ঠোঁটে আসি।


ছন্দটা পাইনাযে- লেখ তুমি কবিতা
কিচ্ছুটিতো বুঝিনাকো- কি লিখছো বলোনা?


এমন করে জ্বালাও যদি- ঘাড়ের উপর উঁঠি
ছন্দ যাবে পালিয়ে এবার- লিখবো আমি কি?
ছন্দ ছাড়াও পদ্য হয়- একটু থামোনা
লেখাটি মোর শেষ হইলে- পড়বো দু’জনা।


(সেপ্টেম্বর ২৬, ২০১৭)


বিঃদ্রঃ আগামী কাল যে লেখনিটি পোষ্ট করবো সেই লেখনিটি লেখার সময় আমার সহধর্মীনি আমার সাথে বসে ছিল। ও আমাকে খুব জ্বালাতন করছিল তাই মনে এই ভাবের উদয় হলো। তাই লিখে ফেললাম এই লেখনিটি। ও আমাকে বলেছিল আমার এই লেখনিটি ১০০ তম লেখায় পোষ্ট করবার জন্য তাই আজ পোষ্ট করছি। ভুলত্রুটি মার্জনীয়।