কেউ যাবেনা বাদ আজকে- লিখবো আমি পাতা ভরে
মন্তব্যে মন্তব্যে ভরিয়ে দেব- হৃদয় উজার করা কথার ভাঁজে।


লেখনিতে মন্তব্য করতে নেই মানা- জানে তাহা সর্বজনা
নেইকো মানা নেইকো মানা- যা মনে চায় লিখতে থাকোনা।
ভাষা যদি না পাও খুঁজে- লেখ তুমি অনবদ্য-
সুন্দর আর ভালবাসা- লিখতে পার অভিনব।


মন্তব্যের স্বাদযে কেমন হয়- বুঝিনাকো আমি এখন-
স্বাদেগন্ধে অতুলনীয়- লেখ তুমি অসাধারণও।
পাতায় আছেন- শোয়া আট হাজার
ভরিয়ে দেব মন্তব্যে- যদি পাতায় আসেন আজ।


লিখুক না কেন মানুষ জনে-
কবি সাহিত্যিকের জন্মদিনে।


লেখার ঝুড়ি কলম চুরি- কাগজগুলি খাচ্ছে লাথি
এদিক থেকে ওদিকে যায়- ছিঁড়ে-ছুড়ে ঝুড়ির গাঁদায়।
উঠতি ছোড়া লিখুক ছড়া- আসরে আসুক ভরাক পাতা
দেখুক কবি সাহিত্যিকরা- বাদ-বিচারে হোক কবিতা।


আবোল তাবোল লেখার ছলে- মন্তব্য দানে আজ এখানে-
মন্তব্যে মন্তব্যে ভরিয়ে দেই- বাংলার পাতার আসরেতে।


(সেপ্টেম্বর ১৭, ২০১৭)