যে লেখে তাকে হয় নাকি হতে- শিক্ষিত
নচেৎ, যাবেনা পড়া- লেখা তার
অনাগত ভবিষ্যত কি- তাই বলে?


আমি জানি লিখতে- আমি জানি পড়তে
হোলাম..ইবা না কেন- অশিক্ষিত
তবুওতো আমি পারি লিখতে- পারি বুঝতে, পারি পড়তে
তবে কেন? হয়না মূল্যায়ন আমার
মূল্যবোধ কি নেই? আমার মধ্যে-


মূল্য বলতে বোঝে লোকে- লেনদেন
সকল কিছুতেই কি, লেনদেন হয়?
হইতোবা হতেও পারে আবার নইতোবা না
তবে? কেন তুমি আমাকে করো হিংসে
আমি অশিক্ষিত বলে-


আমার মধ্যে বই ভিত্তিক জ্ঞান নেই
তবে বাহ্যিক জ্ঞান আছে
আমি মিশতে পারি তাদের সাথে-
যারা, দু’মুঠো অন্নের জন্যে- ঘোরে দ্বারে দ্বারে


শুধু বই পড়লেই- যায়না হওয়া শিক্ষিত
বাহ্যিক জ্ঞানও চাই সাথে


সার্টিফিকের নামের সোনার হরিণ নেই কাছে
তাই বলে কি- আমি জানিনা?
হৃদে নেই- জ্ঞানের আলো?
আছে!
হইতোবা অনেকের থেকে- এক’টু কম


অনাগত ভবিষ্যত- দেখতে পাই
চোখে আঙ্গুল দিয়ে- দিচ্ছে দেখিয়ে
আর বলছে- তাদেরকে করো শ্রদ্ধা-
যারা, মূল্যায়ন করতে শিখেছে-
নিজেকে- মানুষ রূপে।


(মার্চ ১৩, ২০১৮)