উপরওয়ালা যদি দেন একটু সময় বেশি
বাঁচবো আমি বাঁচবে দুনিয়া- বাঁচবে জীব সবই।
এই দুনিয়াই এসেছি আমি করতে অনেক কাজ
ভাল মন্দ সব মিলিয়ে- দেব বিলিয়ে আজ।


ভবের মাঝে এনেছে আমায় পিতা ও মাতায়
বড় করেছে মানুষ করেছে- কিছু পাওয়ার আশায়।
করছি আমি শ্রদ্ধা আর- শত কোটি প্রণাম
বেঁচে যেন থাকতে পারি মা- সারাটি জীবন।


দুঃখে ভরা জীবন আমার- সহিতে না পারি
উপরওয়ালা! তোমার কাছে একটি মিনতি-
যেতে পারি যেন আমি- ভবের মায়া ত্যাগ করি।


উপরওয়ালা, উপরওয়ালা আর দিওনা সময়
বাঁচতে আর চাইছে না মন- বাঁচতে চাইনা এখন।


ভবের মাঝের মানুষগুলো- করেনা ভাল কাজ
মারবে কাঁটবে জোর করবে- মন্দভাবে বাঁচার।
বিদায় যেন মা নিতে পারি- তোমার আগে আমি
আশির্বাদ করবে তুমি- এই ভবে থাকি।


তোমার আগে মা মরতে চাই- দুঃখ দিয়ে তোমায়
কাঁদবে তুমি কাঁদবে পরশী- মনে রাখবে আমায়।


(জুলাই ০৪, ২০১৭)