আমার আজ মুখে ভাত
খাব সাথে দুধ ভাত
আসবে তোমরা তাড়াতাড়ি
আমার বা আমাদের বাড়ী।


দাদাভাই করেছে নিমন্ত্রণ
জলদি এসো কাকাইমনি।


আমি এখন অনেক ছোট
কইতে না পারি কথা
তাই তোমাদের নিমন্ত্রণ করেছি
দাদাভাইকে দিয়া।


সবে বয়স পাঁচ পেড়িয়ে পড়লাম ছয়েতে
দেড়িতে আসলে কেঁদে কেঁদে পড়বো ঘুমিয়ে।


চিনি নাকো তোমাদের আমি, চিনবো আজ আমি
চিনবে আমার আত্মীয় স্বজন, চিনবে মা বাপি।


আজ খাব দুধ ভাত, কাল খাব মাছ
পরশু খাব সবজি বা ডাল
তরশু কোরমা পোলাও।


তোমাদের জন্যে আছে খাসি, মুরগী কিংবা কই
আমি এখন ছোট বলে খাব শুধুই দই।


(মার্চ ২৭, ২০১৭)


বিঃদ্রঃ আমাদের সোনামনির (ছোট ভাইয়ের মেয়ে) মুখে ভাত হয় মার্চ’১৭ মাসে। নিমন্ত্রণের চিঠি লিখতে গিয়ে আমার এ লেখনি।