আজ মন্তব্য প্রদানের ছলা-কলা নেই জানা
কবিদের লেখনিতে মন্তব্য করতে নেই মানা।
অসাধারণ অনবদ্য অপূর্ব লিখলে হয় না সম্পূর্ণ
শুধু চমৎকারে হয়না জ্ঞাপন মন্তব্যের ভাষা।


লেখো আরও ভাল মন্দ- বিনিময়ে ভালবাসাটুকু ছড়িয়ে
আগামীর পথচলাকে করো পাথেয়- এক পথিকের ন্যায়।
মন্তব্য জ্ঞাপনে জানাও শুভেচ্ছা সতত কিম্বা ভালবাসা
ঈশ্বর করুন মঙ্গল তোমায়- রাখুন সুস্থ্য শরীর ও মন।


আজ মন্তব্যের ভাষা নেই জানা- তাই এখানেই রাখছি বাঁধা
ভাল থাকুন সুস্থ্য থাকুন- এই কামনাই করি সদা সর্বদা।


(সেপ্টেম্বর ১৬, ২০১৭)


বিঃদ্রঃ বাংলা পাতায় শ্রদ্ধেয় কবি বন্ধুদের লেখনিতে মন্তব্যে করতে গিয়ে আমার এ লেখনির প্রকাশ।


ভুলত্রুটি মার্জনীয়।