হয়না লেখা প্রাণটি খুলে-
পারিনাকো লিখতে তারে
বাঁধা বিপত্তি নিত্য সাথী-
যেন, ঘুরপাকটি খাচ্ছি খালি।


এমনি করে লেখা কি-গো- হবে সম্ভবপর?
লিখতে থাকি আছে যত- হৃদয় কথার সম্ভার।
লিখলে নাকি মগজ ছাড়ে- লিখলে হয়না হৃদ ক্ষয়
লেখাতে পায়না ছন্দেরও ভাব- তাই, লিখতে শুধু থাকাই।
ছন্দাভাবে ছন্দ হয়না- পদ্য পায়না কূল
লিখতে লিখতে জীবন গেল- হচ্ছে শুধুই ভুল।


লেখা-টেখা এসব আমার হয়না- চমৎকারে
লিখতে নাকি মগজটারে- রাখতে হয় ভারে।
হয়না আমার ভাবের উদয়- যায় যেন কোথা হারিয়ে
ব্যমো আছে মগজ মাঝে- তাই পারিনা, খাটাতে তাকে।


মনে যখন আসে কথা- ছন্দ আসে সেথা
লিখতে গেলে ছন্দ মিলের- না পাই ভাষা কোথা।
এমনি করে হয় না-কি গো? লেখা-টেখাগুলো
লিখতে লাগে, উজার হৃদয়- আর, কথার ভাষাগুলো।


তাই পারিনা লিখতে আমি- হৃদয় ভাষা দিয়ে
আবোল তাবোল লিখে চলি- মনের ভাবাবেশে।
বাঁধা বিপত্তি? নিত্য সাথী- পাগলা কবি আমি
পাগলের প্রলাপ আবোল তাবোল- লিখেই শুধু চলি।


(ডিসেম্বর ৩০, ২০১৭)