(মাগুরা জেলার শ্রীপুর উপজেলা সেক্টর কমান্ডার মরহুম বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন মিয়া’র স্মরণে)


তুমি মোদের মহা নায়ক- তুমি মোদের স্বামী
তোমার পরে গুণতে হলে- থাকেনা কিছুই বাকী।
তুমি ছিলে মোর হৃদয়ে- বলিষ্ঠ ভাষী পুরুষ
তুমি ছিলে মাগুরার বুকে এক মহাপুরুষ।
একাত্তরে বাহিনী গড়ে- বাংলা করেছো স্বাধীন
মহান তুমি- মহা নায়ক তুমি- তুমি আকবর হোসেন।


শ্রীপুর হতে শুরু করে তুমি সারা বাংলা ঘুরোছো
রাজাকার আলবদর করেছো নিধন- নিধন করেছো, পাকি সেনা।
সেদিনের সে কথা ভেবে মোর-
হৃদয় আজও কেঁদে ওঠে বারেবার-
পেরেছো বাঁচাতে নিজ সন্তান-
বাঁচাতে পেরেছো বোনের সম্ভ্রম
পেরেছো নিতে ছিনিয়ে দেশ-
স্বাধীন করেছো বাংলাদেশ।


তোমাকে নিয়ে ভাবেনি কেহ- তুমি ছিলে এক মহানায়ক
সম্মান পেয়েছো তুমি- বীর হিসেবে শ্রেষ্ঠত্ব পেয়েছো- তুমিই স্বাধীন বাংলার এক মহান সেনা।
জলসা হয়নি-তোমাকে নিয়ে- জটলা হয়নি ঘরে
তুমি মহানায়ক হয়ে রবে- আজীবন মোদের অন্তরে অন্তরে।


প্রশ্ন রইলো, তোমাকেই হবে দিতে উত্তর- না! এমনটি নয়।  
তবে এ কথা সত্যি- তুমি শুধু নিজেরই নও
নও! তোমার পরিবারের, হে সম্রাট- হে বীর মুক্তিযোদ্ধা
হে 'পাগলা রাজা' তুমি আমাদের 'বীর', তুমি 'বীর মুক্তিযোদ্ধা',
'বাদী থেকে বেগম'কে ভাসাও ‘গভীর প্রেমের জালে’।  
ঘর থেকে বের হওয়ার পরও অনেকণ পর্যন্ত থেকে যাওয়া ভাবনায়-
তুমিই 'প্রতিনিধি', ভেতরে-বাহিরে- মোদের সমস্ত সত্ত্বায়।


ফিরে এসো তুমি ফিরে এসো তুমি- ফিরে এসো বারবার
উন্মাতাল স্বপ্ন বেচাকেনার দিনগুলিতে 'মহানায়ক' কলমে-
তোমার 'আত্ম জীবনী' একদম সামনের দিকে- সৌভাগ্যের বরপুত্র এক-
তুমি মোদের রাজা তুমি বীর সৈনিক- তুমি বলিষ্টভাষী এক বীর মুক্তিযোদ্ধা।


প্রজন্ম কি জানে? তুমি কে?
তুমি সৈনিক তুমি বীরদর্পে এগিয়ে যাওয়া এক মহাবীর
আহ, সেই দৃশ্য আজও ভাসে চোখের সামনে -
কি সরোসা যৌবনা সুঠাম দেহখানি ফুলিয়ে বুক- এগিয়ে যাওয়া
আজও ভাসে চোখের সামনে তোমার সেই মুখখানা।


বোমার শব্দে ভাঙে ঘুম চারিদিকে হাহাকার-
গেল বুঝি চলে জীবনটা মোর- খুঁজি কাঁচ বোতল লণ্ঠন জ্বালিয়ে 'এই বাংলার পথে পথে'
নতজানু, হতবাক, আহ! সেই কৈশোর, সেই গান-
সেই কালো চুলের সাদা পোষাকে- দাঁড়িয়ে তুমি মেশিনগান হাতে
যেন রূপালী পর্দার আড়ালে- তুমি হিমালয়, দণ্ডায়মাণ এভারেস্ট শৃঙ্গ
তুমি শুরু, তুমিই শেষ।  
তুমি অররা, প্যারিক্যুটিন আগ্নেয়গিরি- ভিক্টোরিয়া জলপ্রপাত, তুমিই দেশ।


প্রজন্ম কি জানে ? তুমি কে?
সেই একাত্তরের ইতিহাস- সেই যুদ্ধবিগ্রহ
মহানায়কের ইতিহাস- আছি বেঁচে আজও শুধু তোমারই জন্য।


প্রজন্ম কি জানে ? তুমি কে?
তোমার পরে কাউকে গুণতে হলে শুরু করতে হবে ‘দুই’ এর পর থেকে
সমস্তটাই খালি, কিচ্ছু দেখা যায় না- হইতোবা ‘দুই’ থেকে শুরু করা যেতে পারে।


(আগষ্ট ২৯, ২০১৭)