(ইস্যু- রোহিঙ্গা)


অমানুষিক নির্যাতন এড়াতে ছেড়েছে বার্মা- তাই ওরা আজ নেই ভাল
আমাদের মা’কে ব্যবহার করে- করছে বাস।
নেই নেই ভাল নেই- ওরা! আজ ভাল নেই
শান্তি কি পাচ্ছে এখানেও? না! পাচ্ছে না-
ওদেশীয় টাউট আর দালালের কবলে পড়ে- আজ সর্বস্ব হারিয়ে হয়েছে শান্ত
ভিটে-মাটিহারা রোহিঙ্গারা- আজ সর্বশান্ত।
ক্রন্দনরত দিন-ভোর- ওদের কাঁন্নার আওয়াজ যেন- বাজে কানে
সইতে পারিনা আর- সহ্য হয়না
কিছুকি করার নেই ওদের জন্যে- হ্যাঁ, আছে-
দেশের সর্বস্তরের মানুষ- ধর্ম-বর্ণ নির্বিশেষ দিচ্ছেন ঢেলে
শুধু মানুষ হয়ে মানুষের কল্যাণে।


আজ বিশ্ব বিবেকের কাছে শুধু একটিই প্রশ্ন-
কেন? কেন? কেন হয়নি এখনও সমাধান
কেন? এখনও ওরা দেশান্তরিত-
কেন? এখনও ুধার জ্বালায় ওরা ক্রন্দনরত?
কে বলতে পারে? জানা নেই!


আজ বিশ্ববিবেকের কাছে- শুধু একটি উত্তরই খুঁজে বেড়াচ্ছি
মানুষ হয়ে কি এভাবে- মানুষের এ অবস্থা করতে পারে? না!
তবে এমনটি কেন হচ্ছে? আর ভাবতে পারছিনা-
ভাবতে খুব কষ্ট হচ্ছে- লিখতে লিখতে যেন দু’চোখ বেয়ে ঝড়ছে অশ্রু।


হে রক্তে আর মাংসে গড়া মানব- তুমি সৃষ্টির সেরা জীব? তুমি মানুষ?
যদি নিজেকে মানুষ বলে স্বীকার করো? যদি নিজেকে মানুষ ভাব- তাহলে ওদের পাশে দাঁড়াও
আজ ওদের পাশে দাঁড়ানোটা খুব প্রয়োজন-
তাই পরিশেষে- একটি কথায় বলতে চাই-
‘মানুষ মানুষের জন্যে- জীবন জীবনের জন্যে’।


বাঁচাও ওদের- বাঁচতে দাও ওদের
ওরাওতো তোমার মতই-
রক্তে মাংসে গড়া- মানুষ!


(সেপ্টেম্বর ২১, ২০১৭)