তোমার বিদায় বেলায় পেয়েছি ব্যথা
চায়নি দিতে তোমাকে কথা-
যদি রাখিতে না পারি?
তুমি গেছ চলে কতদিন.. আগে-
আজও ভুলতে পারিনি সে ব্যথা
দিতে পারিনিকো কথা- যদি রাখতে না পারি?
পাছে কষ্ট যদি পাও- মনে যদি লাগে ব্যথা।


পারিনি ধরে রাখিতে তোমায়-
চলিছো তুমি- কোন সুখের আশায়,
আমি আজও পারিনা বুঝতে তোমায়-
আসবে ফিরে, আছি পথো চেয়ে-
থাকবো দু’জনা সুখে কিবা দুঃখে
গড়িব মোরা সুখেরও এক সংসার।


কি ছিল কমতি আমার, এ বুকেতে-
যা দিতে পারিনি তোমায়,
নাকি নিতে পারোনি তুমি-
বলোনিকো কখনো আমায়।
আজও ভুলিনি তোমায়-
আছো এ হৃদয়ে।


দিন যায় রাত আসে, ভুলিতে পারিনা যে-
ভেসে বেড়ায় চোখের সামনে- মুখখানা তোমার।
বলিতে কি পার- ভুলিব কি করে?
আজ বড় বেশীই- মনে পড়ছে তোমায়।


গেছ হারিয়ে মোর জীবন থেকে- অনেক.. বছর আগে
আজো পারিনি ভুলিতে তোমায়- আছো এ হৃদয় জুড়ে।


বাকিটা সময়- বাঁচিতে যে চাই, তোমার স্মৃতি এ বুকে নিয়ে
আমি মরিলে দেখে যেও তুমি- এতটুকুই মোর আবদার।


(জুলাই ১৩, ২০১৭)
দুপুর- ১২:০০