বাবা বলতেন- তুমি তৈরি হও
একজন সত্যিকারের মানুষ হয়ে
তুমি থাকবে ভাল।
বাবা বলতেন- কোরোনা এমন কোন কাজ
যার অনুশোচনায় তুমি ভেঙ্গে পড়
তুমি নিজেকে বুঝতে শেখ
আর, নিজেকে কর তৈরি মানুষের মত মানুষ করে।
বাবা বলতেন- মানুষের মাঝে যাও, তাদের অনুকরণ কর
তাদের ভালগুলি নাও, মন্দকে ফেলো ছুড়ে
মানুষ হও একজন সত্যিকারের।
বাবা বলতেন- নিজেকে বুঝতে শেখ
তবেই পারবে সত্যিকারের মানুষ হতে।
বাবা বলতেন- সদা সত্য বলবে
তবেই পারবে সত্যবাদী হতে
বাবা বলতেন- গরীব হওয়া কোন পাপ নয়
আরে ! গরীব হওয়াতো ঈশ্বরের আশির্বাদ
যা জুটবে তাই খাবে তাই পড়বে তাহলেই তুমি থাকবে ভাল
বাবা বলতেন- হওতো দেখি আমার মত, একটি খাঁটি মানুষ
কিন্তু ! আমি কি হতে পেরেছি? আমার বাবার মত
আমিও হতে চাই বাবা, আর আমার সন্তানকে বলতে চাই
আমি পেরেছি, আমি পেরেছি হতে আমার বাবার মত
তুমিও হও
তুমিও হও তোমার বাবার মত একজন সত্যিকারের মানুষ।


(জানুয়ারী ১৪, ২০১৪)


জানুয়ার ‘১৪ মাসের কোন একদিন বাপি (বাবা) আমাকে কিছু উপদেশমূলক কথা বলেছিলেন তারই ধারাবাহিকতায় আমার এ লেখা।