পিসছে দেখ মানুষকে আজ স্বাধীন বাংলাদেশে
চলছে যুদ্ধ, আছে অনাহারে, হাহাকার চারিদিকে।
যেখানে চলছে হত্যাযজ্ঞ, দিনে কিবা রাতে
দেশটা নাকি স্বাধীন হয়েছে? শুনি লোকমুখে।


এটাকি স্বাধীন দেশ?
নাকি, পরাধিণতার আদলে আছে ছেয়ে
যেখানে দিন-রাত মারামারি আর- খুন করতে ব্যস্ত থাকে
যে দেশে এখনো চলছে টুকরো যুদ্ধ-
মা বলে, সে দেশ নাকি স্বাধীন?


ভাবি বসে- দেশ থেকে কি শেষ হবেনা-
মারামারী হানাহানী?
চলবেই কি যুদ্ধ- জীবন ভর
এদেশের লাগি।


আমি দেখেছি যুদ্ধ ৭১’রে
দেখেছি লাশের স্তুপ
আর দেখেছি পঁচা দুর্গন্ধ গলিত লাশ।
ওরা বাঁচতে দেয়নি-
এদেশের বীর মুক্তিযোদ্ধা আর বুদ্ধিজীবিদের


ওরা কি এখনও শান্তি পায়নি?
এদেশকে রসাতলে দিয়ে-
ওরাকি এখনও শান্ত হবেনা? ওদের কি হবেনা বিচার?


স্বধীনতার ৪৩ বছর পরেওকি চাই- এ দেশটাকে ধ্বংস করতে?
ওরাকি এখনও চাই-
এই বাঙ্গালীর আর একবার পরীক্ষা নিতে?
ওরা পারবে না, ওরা হেরে যাবে-
ওদের হারতেই হবে।


বাঙ্গালীর কাছে না বলে- কিছু নেই
এই বাঙ্গালী পারে- দেখিয়ে দিয়েছে সারাবিশ্বকে
কাদের মোল্যা আর বাকী রাজাকারদের ফাঁসি কার্যকর করে।
হারবে ওরা- হারতেই হবে ওদের
এটা আমার অবধারিত বাণী।
এদেশ সোনার বাংলা ছিল আছে আর রবেও।


প্রজন্ম ৭১’র আজ জেগেছে, সাবধান হও তোমরা
এখনো সময় আছে, সংযত কর তুমি নিজেকে।


হে বাঙালী এসো গড়ি দেশ- সকলে মিলে সকলের লাগি
স্বর্ণাক্ষরে লেখা থাকবে তোমাদেরই নাম,
এই বাংলার অলি কিবা গলি।


(জানুয়ারী ২১, ২০১৪)