সুখতারা তুই গেলি কোথায়
সুখের দেখা পাইনা
সুখের আশায় সুখের নেশায়
আর কত কাল ঘুরবো বল।


কষ্ট মোর কষ্ট তোর
কষ্টেই গেল জীবনভোর
কষ্ট নামের মরণ ব্যধি
যাবে কবে বলনা?


মনের কষ্ট প্রাণের কষ্ট
কষ্ট আমার কষ্ট সবার
কষ্ট কেন এত্তো দিসরে
বুঝতে নাহি পারি ভাইরে
কষ্ট করেই গেলাম আমি
সুখের দেখা পাইনারে।


সুখতারা তুই কষ্ট দিস
সুখের দেখা দিসনা তুই
কষ্ট এত্তো দিস কেনরে
দেনা আমায় একটু সুখ!


আপন জনের কষ্টে মোর
আর লাগেনা ভাল
জীবন আমি দেবরে ভাই
রাখবো না আর- জীবন মোর।


কবে হবো সুখি আমি
কবে দিবি তুই ধরা
আশায় আশায় দিন যে গেল
অশ্রু যাইরে বইয়া।


(নভেম্বর ১২, ২০১৫)