বেশে ছিল ভাল, দাদা একটি মেয়েকে
নাম তার প্রিয়া রাণী বাড়ী ধোপাদহে।
পড়তো প্রিয়া পদ্ম পুকুর- ডিগ্রী কলেজে
আমার দাদা প্রায়ই যেত তার ! পেছনে পেছনে।


তুলতো কতো ছবি তার
মোবাইল ফোনে
দিন রাত চলত তার, ফোনেই কথা বলে।


প্রিয়া এখন শ্বশুর বাড়ী স্বামীর সোহাগে
আমার দাদা কয়না কথা কাহারো সাথে।
ভালবাসা ঠুনকো ছিল, আমার মেজ দাদার
তাইতো দাদা পারেনিকো ধরিতে প্রিয়ার।


প্রিয়া এখন সুখে আছে দীঘল গাঁয়ের বুকে
দুঃখি দাদা সারা দিন এদিক ওদিক থাকে।
দাদা যখন একা থাকে দেখে প্রিয়ার ছবি
চোখ দিয়ে তার অশ্রু ঝরে প্রায় প্রায়..ই।
এখনো দাদা ভোলেনি তারে, ভুলিতে কি তাই পারে?
প্রথম প্রেম ভোলা! অত্তো সহজ ব্যপার নহে।
আমার দাদার মন কাঁদে প্রথম প্রেমের লাগি
কেউ বোঝেনা আমার দাদার
বকে খালি খালি।


করেছো প্রেম তোমরা কেউ ?
প্রেমের কি বা জান
প্রেম করেছে আমার দাদা,
প্রিয়া রাণীকেই।


(ফেব্রুয়ারী  ১৬, ২০১৪)