শ্রদ্ধেয় কবিবর সরদার আরিফ উদ্দিন সাহেব স্মরণে এই লেখনিটি উৎস্বর্গ করলাম।


মন ভাঙা আর মসজিদ ভাঙ্গা- সেতো একই কথা হলো
মসজিদ ভাঙিলে জোড়া লাগে- মন ভাঙিলে নয়।
ভেঙেছে আজ হৃদয় মোর- ভেঙেছে আপাদ-মস্তক
বিবেক তাই দেয়না সারা- বসে আছি নিশ্চুপ।


সত্য বলতে মানা আছে- বলোনিকো তুমি আগে
বললে আগে, বলতামনা কথা- আজ তোমার সাথে।


ভেঙেছে আজ মনের মন্দির- কাল ভাঙবে ঘর
তোমার সাথে কইবো না কথা- করলাম প্রতিজ্ঞা আজ।
তুমি ছিলে মনের, মণিকোঠায়- তুমি ছিলে অন্তরে
তবে, কেন? সরে গেলে তুমি- আমার হৃদয় হতে।


তুমি ছিলে বন্ধু আমার- তুমি ছিলে স্বত্ত্বা জুড়ে
বুকের সাথে বুক মিলিয়ে- ঘুড়েছি কত পথ, হাতে হাত রেখে।
তবে, কেন? আজ তুমি করলে আঘাত- এ হৃদয়ের মাঝে
অন্তরে নিয়ে ব্যথা- তাই আজ ঘুড়ি, পথে পথে।


সময়কাল- বিকাল ৪:৫৮ (নভেম্বর ১৮, ২০১৭)