পবিত্র রমজান মাস
যে মাসে পবিত্রতায় কাটার কথা ছিল দেশ-বিদেশের সাধারণ মানুষের
কিন্তু, কি যেন হয়ে গেল দেশ ও বিদেশের মাটিতে
মরলো মানুষ শ’য়ে শ’য়ে।
চ্যানেলে চ্যানেলে সম্প্রচারে গায়ের লোম শিহরিত হতে লাগলো
আর পরমকরুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা
যেন বেঁচে যায়, নিঃস্পাপ মানুষগুলো।
কিন্তু, কি হলো- কি হলো এটা
যারা মারলো, তারাও মরলো-
প্রাণের ভয়ে বাথরুমে লুকিয়েও বাঁচতে দিলনা ওরা
ওরা কি মানুষ, মনুষত্ব বোধটুকুও কি ওদের মধ্যে আছে?
নাহ্ ! মনে হয় নেই, থাকবে কি করে ওরাতো আর মানুষ নয়?
ওরাতো জঙ্গী!


জঙ্গী শব্দের অর্থ আমার জানা নেই, কিন্তু আমি একটি কথায় জানি
একটি কথায় আমার মনের মধ্যে উদ্ভাসিত হয়
তাহলো- মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।


একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে কিভাবে এরা মারতে পারে-
ওহ! ঈশ্বর, আমি ভুলেই গিয়েছিলাম, ওরাতো মানুষ নয়, মানুষ নামের নরপশু।


শুনেছি একটা বাঘ আরেকটি বাঘের মাংস খায় না
কিন্তু একটা মানুষ আরেকটি মানুষের মাংস দিব্বি খেয়ে চলেছে
আবার, এই মানুষগুলিই নাকি নিজেকে মানুষ বলে জাহির করে-
হায়রে দুনিয়া, হায়রে মানুষ?
ছি? ছি? তোমরা মানুষ নামের কলঙ্ক।


তারপরও দৃশ্যগুলো দেখলে চক্ষু চড়ক গাছ
মানবতা নৈতিকতা ভূলুণ্ঠিত, পাল্টে যায় বোল,
মগজ ধোলাই ঠিকই হলো, প্রশিক্ষিত জঙ্গী হলো নাম
নির্মমতা বাঁধলো এসে বাসা, ফরটি সেভেন একে রাইফেলগুলি আর চাপাতি ছোরা
বিচ্ছিন্নভাবে খতম হলো ধর্ম যাজক বিধর্মী যারা-
হানলো আঘাত এক একটি করে এরাই হলো বিশ্বশান্তি প্রতিষ্ঠার সেনা!
অধিনায়ক নির্দ্ধারিত আছে বিশ্বজুড়ে, এই যুদ্ধ চলছে অহরহ
‘মরলে শহীদ বাঁচলে গাজী’ মূলমন্ত্রই এটা।


অবশেষে পয়লা জুলাই ভয়াল রাত্রি এলো-
গুলশানের রেস্তোরাটি একনিমিষেই শেষহলো,
মানুষতো নয়; বিশ বিশটি খাসী হলো জবাই।


বাংলাদেশের উন্নয়নে অংশীদার যারা
তারা হলেন বলির পাঠা জঙ্গিরা মহারাজা
বলবো কি আর! নেইতো বলার
স্বাধীনতো দেশ এটা?


আকাশ বাতাস পাখ-পাখালি কাঁদছে বাংলাদেশ
মেঘনা আর যমুনা যেন দুই দুইটি চোখ
দেশ নয়নে হয়েছে মেঘ অঝোর ধারায় ঝরছে যেন কাঁদছে বাংলাদেশ
রং তামাসা দেখছে আবার, নীল নকশা আঁকছে বসে যারা
ধরা ছোঁয়ার বাইরে রবে একমাত্র তারা?
ভাবনাগুলো প্রশ্নবিদ্ধ- কুকুরগুলো পোষমানালে প্রভুভক্ত হয়
অথচ মানুষ যখন জঙ্গী হয়ে ওঠে, কুকুরগুলো বিদ্রুপের চাউনি চেয়ে মুচকি হেসে রয়।


বাংলা তুমি জন্মেছিলে লক্ষ মুক্তিসেনা শহীদের রক্তস্নানে
আর! আর হাজারো মা’বোনেদের ধর্ষণে
বাংলা তুমি উঠে দাঁড়াও, তুমি নিমুল করো
আমরা তোমার পাশে ছিলাম, আছি ও থাকবোও


বাংলা তুমি উঠে দাঁড়াও আরেকবার
বাংলার মানুষের লাগি।