প্রিয়কবি সঞ্জয় কর্মকার মহাশয়ের আগষ্ট ০৯, ২০১৭ তারিখের লেখনিতে মন্তব্য করতে গিয়ে এই লেখনির প্রকাশ।


কি যে অপলক দৃষ্টিতে চেয়ে দেখি- তোমার লেখায়
মনের ক্ষিদে মেটেনা পড়ে পড়ে- ক্লান্ত! তবুও পড়া
মন্তব্যে মন্তব্যে লিখি মনের কথাগুলি-
তবুও যেন মন ভরেনা।


লেখনিতে মন্তব্যের নেই জানা ভাষা- তবুও লিখি
মনের টানে নাকি প্রাণের টানে- বুঝিনা
তুমি বাংলা কবিতার পাতায়- মনকাড়া সাহিত্যমনা কবি
তুমি পাঠে করো মুগ্ধ- তোমার সকল লেখা।
চোখ বোলালে হয়না পড়া-
শব্দ করে না পড়লে- ভরে না মনটা।


তুমি গুরু তুমি গম্ভীর- তুমি দান করো উৎসাহ
তুমি কাব্যিক তুমি লেখক-
তুমিই আমার প্রেরণা।


মন যদি যায় ভেঙে- প্রদান করিও উৎসাহ
ভাল লেগেছে ভাল লিখেছো- লিখিতে থাক তুমি বারে বারে।


পড়েছি আমি আমার মত করে- মন ছুয়েছে তোমার লেখনিতে
তোমাকে বলছি লেখ তুমি- একদিন হবেই ভাল
আছি পাশে থাকবো পাশে- পাশে পাবে আজীবন।


অদৃশ্য ভালবাসায়- বেশেছি ভাল তোমায়
দৃশ্যমান ভালবাসার চেয়ে কমতি কোথায়
ঘাটতি কোথায়- বলতে পার কি আমায়?


লিখিতে লিখিতে হবে পোক্ত- লেখ লেখ শুধু লেখ
কার লেখা কার ভালযে লাগে- কে লেখনি লিখিতে পারে
নেই জানা আজ- নেই জানা।


পড় বার বার তুমি- তুমিই, নিজের মত করে
দাঁড়াবে! দাঁড়াতে হবে, কেন দাঁড়াবে না- বলো আমায়।
করি উৎসাহ দান- তোমারে আমি-
লেখ তুমি- লেখ তুমি।


(আগষ্ট ০৯, ২০১৭)


বিঃদ্রঃ শ্রদ্ধেয় কবিবর ও দাদাভাই সঞ্জয় কর্মকার ভুলত্রুটি মার্জনা করিবেন।