প্রিয় কবি শপথ মহাশয়ের প্রকাশিত অচেনা অতিথি কবিতায় মন্তব্য করতে গিয়ে লেখা কবিতা। উৎসাহ প্রদান


উৎসাহ করি প্রদান- সকলের মাঝে
লিখুক না কে’ন সকল নতুন- আসরের পাতা ভরে
লিখিতে লিখিতে ভরুক হৃদয় মন- মন্দকে না বলবে এখন।
মন্দ হতে বাহির হয়ে- লিখুক না কে’ন মনের মতোন
একদিন আসবে মন্দকে ভুলে- আলোর পথে দিশার আশায়।
শিা শুধুই পাঠতে নয়- বাহ্যিক শিাই হউক শিতি
বিধাতার কৃপায় ভালই আছি- থাকুক না কেন সকলে ভাল।


উৎসাহ প্রদানে নতুনেরা লিখবে- ভুলত্রুটি তারা নিজেরাই দেখিবে
তবেই না হবে প্রকৃত ছড়া- হবে একদিন ঠিক কবিতা।
অছন্দে ঘেরা অসুন্দর লেখনি- হোকনা একটু এদিক ওদিক
হোক হোক নতুন লেখক- ভরুক পাতা এই আসরে
হবে একদিন হবেই হবে- আশা পূরণ
লেখকের লিখন বাণী।


লেখনি লিখতে নষ্ট মানুষ- যদি হয় একটু ভাল
সমাজ সংসার দেবে বাহবা- এটাই আমার পরম শান্তি।


হয়নি লেখা লেখনি তোমার- এটা কোন উৎসাহ নয়
মন্দকেই বলুন না ভাল- দেখবেন একদিন শিখবে সেই।
মনের জোড় ক’জনার আছে- শিখবে দেখে দেখে
নেগেটিভ মন্তব্যে- যাবে ছেড়ে পাতা
আসরে ঘাটতি ঘটবে।


আসুন আমরা উৎসাহ করি প্রদান- নতুনদের মাঝে
নষ্ট হতে ফিরবে তারা- লেখনির মাঝ দিয়ে।


(সেপ্টেম্বর ২২, ২০১৭)
সকাল- ১০:৪০ ঘটিকায়