৫২’তে যারা ভাষার জন্যে- দিয়েছিল প্রাণ বিষর্জন
তারা আমার আপনার ভাই বন্ধু ও স্বজন
তাদেরকে স্মরণ করছি-
আর করবোও সারা জীবন।


রফিক শফিক সালাম শওকত
ভুলবোনা কভু তোমাদের
তোমাদের লাগি পেয়েছি যে বাংলা
সেই ভাষাতেই আজ বলিতে পারি কথা।


তোমরা আমাদের শত প্রজন্মের ভালবাসা নিও
মহাশূন্য থেকে কোরো আশির্বাদ
কহিতে পারি যেন- এই ভাষাতেই কথা।


বাংলা আমার অহংকার, বাংলা আমার ভাষা
এই বাংলার লাগি এই ভাষা ধারণ করিয়া
হইবোনা কখনও দেশান্তর।


এই বাংলাকে দেবেনা তোমরা অন্যের হাতে
তাই করেছো যুদ্ধ- দিয়েছো তাজা প্রাণ অকাতরে
বিনিময়ে ছিনিয়ে নিয়েছো- এই বাংলার ভাষাকে।


আমাদের লাগি করেছো অনেক
আমরা করিনি কিছুই
তাই- এই ভাষাকে রাখবো টিকিয়ে
আজ- কথা দিলাম তোমায়।


(ডিসেম্বর ১৪, ২০১৫)