ভিক্ষুক মুক্ত করা হলো- দেশের প্রায় জেলাগুলো
তবুও কেন হাত পাতে- আজ ওই গরীব দুঃখিগুলো।
দোকানে আসে বাসায় আসে- ধরে রাস্তাতে
ভিক্ষুক মুক্ত হ’ল কোথায়- বলতে পারবে কে?


একটি ছাগল দান করিলেই- দুঃখ ঘুঁচবে না
লালন-পালন খরচ অনেক- তিনি পাবেন, আজ কোথা
দরকার ছিল গাভীন গরু- তাদের হাতে দেওয়া
দুধ বিক্রি করে তাদের- চলতো সংসারটা।


দুঃখ ঘুচতো হাত না বাড়িতাম- চলতো কথার চাকা
ওই লোকটি দিয়ে ছিলেন- আমায় গাভীটা।
দোয়া করি উনি যেন- সদা ভাল থাকেন
দুঃখ যেন কাছে আমার- ঘেষতে নাহি পারে।
দুখি মানুষ আমি ছিলাম- এখন আমার! আছে...
ভিক্ষাবৃত্তি ছেড়ে দিয়ে- কর্মে থাকি যে।


শোন বলি মানুষরে ভাই- চাওকি তুমি, সরল সমাজ
মুক্তি বিলাও দুঃখির তরে- শান্তি পাবে মনের কাছে।
মুক্ত কর গরীব দুঃখি- ভিক্ষুক যাবে এমনি চলি
কাজ দাও কাজে নাও- ভিক্ষুকদের, তুমি বোঝাও।


ভিক্ষুক মুক্ত করতে জেলা-
এগিয়ে যাও আপন ভেলা।
কিছু খরচ করে তাদের-
স্বাবলম্বী হবার- স্বপ্ন দেখাও।
হবেই তোমার আশা পূরণ-
দোয়া করবে- যখন তখন।
গরীব দুঃখি? নয়কো মন্দ-
সুখটি পেলে- ও! মানুষ ভাল।
দোয়া তুমি এতেই পেলে-
শান্তি মিলবে- মনের কাছে।


আসুন না ভাই- মুক্তি বিলায়
ভিক্ষুক মুক্ত সমাজ গড়েই।


(সেপ্টেম্বর ২১, ২০১৭)


দৃষ্টি আকর্ষণ- লেখনিটি খুব একটা শুতিমধুর হয়নি জেনেও আপনাদের পাঠের জন্য পোষ্ট মাত্র। ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবার জন্য অনুরোধ করছি।