হয়তো আমি তোমার যোগ্য নই
তাই সকল চাওয়া তুচ্ছ করে
ছুটলে তুমি নিজ খেয়ালে
আমি ভাবছি,
পাছে সব হারিয়ে শূণ্য যদি হই।


চাওয়া ছিল এতটুকুই মোর
মোর খেয়ালে থাকবে বিভোর
একই সুতোয় গাঁথব মালা
কাঁটবে জীবন সুখের ভেলা।


সেই আশাতে ধরেছে ঘুন
স্বপ্ন পুড়ে আজ হয়েছে ছাঁই
তোমার তাঁতে কি আসে যায়
ভুল বাসাতে বেঁধে বাসা
কাঁটবে না জীবন
সুখের আশায়।


সত্য ঠিকই সত্যি হবে
মিথ্যার মাঝে কেমনে রবে?
গন্ধহীন ফুলে কি আর
ভ্রমর-
নিরবধী বসে রবে?


এইতো এই ধরার রীতি, কথিত আছে শুধুই প্রীতি
ভালোবাসা যায় হারিয়ে, পকেট থাকে ফাঁকা যখন।


ভুল বাসাতে বেঁধে বাসা, কাঁটবে না জীবন সুখের আশায়-
বুঝলাম আমি হেন কালে, চাওয়া পাওয়ার মিলন হবে,
শুণ্যতাকে পূর্ণ করে সিংহাসনে রই-
আমি হয়তো তোমার যোগ্য নই।


(২০১২)