গোধূলি
-----------
সুব্রত নন্দী।
বেলাশেষে খরচের খাতায়।
ভালোবাসা স্মৃতির পাতায়।
উদিত সূর্য দিনান্তে তেজ হারায়।
প্রেমের শেষাংশ ঠাঁই চিলেকোঠায়।
প্রভাতকিরণ অবশিষ্ট গোধূলিতে।
বন্ধন আলগা গোধূলির দ্বারে।
রিক্ত হৃদয় শূন্যতার ছায়ায়।
বাসি ভালোবাসা আজ স্মৃতিকথায়।