প্রভাতী বন্দনা পাখির ডাকে,
তপন কিরণ পাহাড়ী বাঁকে,
দিনের শুরু স্মৃতির সাথে,
ললাট লিখন বিধাতার হাতে!


দেশ দেশান্তরে পরিযায়ীরা যায়,
স্মৃতির ছোঁয়া তার কি দায়,
শয়নে স্বপনে দেখি আলেয়ায়,
ভবিতব্য ছিল স্মৃতির ছায়ায়!


পরিযায়ী পতত্রীরা আবার ফেরে,
নীড়কে হেলায় উপেক্ষা করে,
ক্ষনিকের অতিথি ফেরে আকাশে,
সুখের আলয় ছেড়ে নিমেষে!


দ্বিজের ভিন্নতায় স্বভাব পাল্টায়,
ডিম পেড়ে আবার পালায়,
নারীর ভিন্নতায় গৃহদাহ হয়
ছলনাময়ী রমণীকে বোঝা দায়!


©সুব্রত নন্দী,24/10/17