মনের খিড়কিতে আলেখ্য মর্মান্তিক স্মৃতিলিপি,
সহৃদয় সুচিন্তক বহিরাগতদের প্রবেশ নিষেধ!
হৃদয়ের এপিটাফে নিরন্তর  যন্ত্রণার উষ্ণ হাত!
গভীর রাতের আঁচে ছিল মিথ্যে অনুভূতি!
ভোরের আলোয় ফর্সা রাতের সুখপাখির আশ্বাসবাণী,
আকাশ কুসুম ভাবনারা সামুদ্রিক ঢেউএর অতলে,
আছড়ে পড়ছে ঢেউয়ের নির্মম কষাঘাতে,
অবশেষে বিলুপ্ত গভীর চোরাগোপ্তা স্রোতের আঁচলে,
পুরাতনী সঙ্গীতের করুণ মূর্চ্ছনায় গুরুগম্ভীর পরিবেশ,
সুখের সাগরে ভাঙ্গাচোরা পাঁজরের মর্মর শব্দের প্রতিধ্বনি,
সহস্র বিষধারার প্রতিবন্ধকতায় খুঁড়িয়ে চলেছে জীবন,
জাগতিক ইচ্ছাগুলো খরচের খাতায় কফিনবন্দি,
সমাজের কাছে পরিচিতি আঁধারের প্রতিবন্ধী রূপে!