সত্যিই তুমি দোষী?
সুব্রত নন্দী
২৪/০৬/১৮


আইনের কাছে তুমি খুনী ?
জানি এই পরিচয়েই বাঁচবে আগামীতে.....


রঙিন স্বপ্ন ভেঙে চুরমার!
স্বপ্ন এখন বাস্তবের পথে...


কিশলয় মনে হাজার স্বপ্ন।
সুমিষ্ট  ইন্দ্রজালের হাতছানি!


পিপীলিকার পাখনা গজায় মরার জন্য।
তুমিও তাঁর বাতিক্রম নও!


জীবনেকে ভাসিয়ে দিলে ভালবাসার উজানে,
উথালপাতাল মাঝ দরিয়ার অন্ধকূপে!


সর্বনাশা প্রেমই কাল হল এই জনমে!
অবুঝ অন্দরমহল বুঝল বড্ড দেরীতে..?


নিজেকে মুক্ত করলে খুনীর তকমায়।
আইনের চোখে আজ তুমি দোষী!