মুক্তবিহঙ্গ ওড়ে নীলিমা গগনতলে,
মেঘমল্লার রাগে তানসেন ভোলে,
বাউল দোলে একতারার তালে,
নবপ্রেমে প্রেমিক প্রেমিকার ওষ্ঠতলে,
সন্ন্যাসী পুজোতে ভোলে মন্দিরস্থলে,
শিশু ভোলে মায়ের নিশ্চিন্ত কোলে ,
মানুষ অমানুষরূপে মানবতা ভোলে,
অবিশ্বাস বিশ্বাসের কাছে ডানা মেলে,
ভালোবাসা খাঁচাবন্দী রক্তের কবলে,
কত অব্যক্ত ব্যথা ধরিত্রীর আঁচলতলে,
আজকি মানুষ সবকিছু গেছে ভুলে?
দুনিয়াটা যদি চলতো সুর আর তালে,
সবকিছু বৃথায় যেত না অথৈ জলে!


©সুব্রত নন্দী,17/09/17