আমি তোমাকে জানি, তুমি আমার প্রদীপের আলো
সংসারের বাঁধন,মায়ার মমতায়,রাঙিবে আলো ।
আমি তোমাকে জানি, তুমি আমার কপালের সিঁদুর,
স্নান শেষে,দিনকার প্রভাতে তোমার নামে সিঁথিতে দিবো, বহুদূর ।
আমি তোমাকে জানি, তুমি আমার অহংকার,জীবনের সম্বল,
গুনের গরিমায় গৌরবস্নান করি, আদর্শ দুনিয়ার অবলম্বন।
আমি তোমাকে জানি, তুমি আমার রূপে লাবন্যে মাধুরীতে শ্রেষ্ঠ পুরুষ,
ভাসাবে ডিঙ্গা,কাটবে সাঁতার,মরূভুমে ভরা তুষারের পানিতে শ্রেষ্ঠ জৌলষ ।
আমি তোমাকে জানি, তুমি আমার ভালোবাসার তপস্যা, মনের দলপতি,
আঁধারের রাতে  গৌরবের ঝলকানিতে,এই রাজনন্দিনীর ঠোঁটের পাটি ।
আমি তোমাকে জানি, তুমি আমার ইতিহাসে অক্ষয়,জীবনের প্রাণ পুরুষ,
তুমি হীনা গ্লানির কালিতে ছেয়ে যাবে,জীবন পাতা স্বপ্নের সুমধুর ।