আমি ঘুরেছি লন্ডন, নিউইয়োর্ক,কাবুলের পথে পথে
ঘুরেছি আরও বহু দেশ রশি হাতে ভাগ্যের রথে।
দেখেছি অনেক বড় বড় অট্টালিকার  সারি
পাতাল ফুঁরে উঠেছে যেন দানবমুর্তি ধরি।
তবু যেন মনে থেকে যায় অতৃপ্তির রেশ
এত নহে, এত নহে মোর সোনার বাংলাদেশ।
যেথায় পল্লব ঘন মুকুলের ঘ্রান ভরিয়ে তোলে মন
মধু খায় ভ্রমরেরা করে গুঞ্জন ।
রাখালেরা গরু চরাই গায় রাখালী গান
ভুবন মাতানো বাঁশি শুনে ভরে ওঠে প্রান।
পল্লিবালা কলসি নিয়ে জল নিতে আসে ঘাটে
গুন গুন সুরে চাষি চাষ করে মাঠে।
ছোটো ছোটো হাঁস গুলি দোদুল গতিতে
নেমে যায় জলে গা ভাসায় স্রোতে ।
আমি দেখেছি বড় বড় শহর নগর দেখেছি টাকার পাহাড়
দেখিনি সেথায় হৃদয়ের  বন্ধন প্রেমের বাহার
যেথায় শুধুই স্নেহ ভালোবাসার নেই শেষ
সেটাই আমার জন্মভুমি সোনার বাংলাদেশ