আমি করেছি জীবন পন রাখিতে দেশের মান
রক্ত গঙ্গায় ভাসিয়ে দেব জীবন-প্রাণ
আছে যত দেশদ্রোহী করিতে নিধন তার
মুখেতে রক্ত তুলিয়া হাতে নিই তলোয়ার।
আমি আনিব ছিনিয়া স্বাধীনতা নহে অধীনতা
যেমন চেয়েছিল ক্ষুদিরাম প্রীতিলতা।
আমি হারিয়েছি সব বাকি নেই কিছু আর
রক্ত খেলায় উঠেছি মেতে হাতে নিয়ে তলোয়ার।  
কে যাবি আয় আমার সাথে জয়হিন্দ বলে
ভারতমাতার মাটি তুলে টিকা কাট কপালে।
এগিয়ে চল দূর্বার গতিতে পথ সবে শুরু
আমরা মায়ের ছেলে নহে মোরা ভীরু।
জন্মদাত্রী জন্ম দিয়েছে বেদনা গিয়েছে ভূলে
মানুষ হতে সঁপে দিয়েছে ভারত মাতার কোলে।
মায়ের অপমান করেছে যারা দিয়েছে ফতোয়া জারি
তাদের নিধনে তুলে নিয়েছি তীক্ষ্ণ তরবারি।
হয় জয়, না হয় ক্ষয় জীবন করেছি পন
হয় ঘুচাব কলঙ্করেখা না হয় ত্যাজিব প্রাণ l
আগলে রব মাকে আমরা যতই আসুক ভয়-যম
রক্ত দিয়ে লিখব মোরা ভারত মায়ের  নাম।