এতো যদি ভুল বুঝো ভালোবাসা হয়?

সুধীর দাস

এতো যদি ভুল বোঝো ভালবাসা হয়?
পাওয়ার আগে মানি বড় পরাজয়
হৃদয় বেচা কেনার হাটে আমি পাখি
তোমার আশায় রোজ শুধু চেয়ে থাকি।

রোজ রোজ কত ফুল তুলি এই হাতে
আকাশের তারা খসে অপেক্ষার রাতে
বিষাদের ছায়াবনে আলো করে চাঁদ
নক্ষত্রের ছায়াপথে মানে না তো বাধ।

কেমন করে সাজাবো তোমার চরণ?
ভাবনাতে যতিচিহ্ন ডাকে যে মরণ
কি করে পরাবো হাতে শ্বেতপদ্ম শাঁখা
কপালে দেবো সিঁদুর রক্তপদ্ম আঁকা!

চাওয়াতে যদি ক্ষত রক্ত ঝরে বুকে
না পাওয়াতে অনন্ত থাকবো অসুখে?

কলকাতা, ৭ জানুয়ারি-২৩