স্নিগ্ধ আকাশে -
সাদা মেঘের ভেলা।
কাশফুলের নরম ছোঁয়া;
ঢাকে কাঠির শব্দ যায় যে দিয়ে -
মা দূর্গার আগমনের বার্তা।
.......
বছর পরে আসছে যে মা দূর্গা।
বছর এইবার প্রকৃতি -
রোগাক্রান্ত আর বিপর্যস্ত।
যাচ্ছে যে নিভে মানবের জীবন প্রদীপ -
করোনার থাবায়।
যাচ্ছে শুন্য হয়ে মায়ের কোল;
হারাচ্ছে প্রিয়জন প্রিয়জনকে।
দেখে এতো বিরহ, কান্না -
জাগে অজানা ভয় প্রাণে।
মা দূর্গা!
এইবার এসে তুমি করো বিনাশ "করোনা"।
জ্বালাও তোমার 'মঙ্গলদ্বীপ' -
এই বিপর্যয়ের আঁধারের মাঝে।
মঙ্গলদ্বীপ এর পরশে -
আবার আসুক ফিরে নির্মল নিশ্বাস।