আঁখি মেলে সারাদিনের ক্লান্তি শেষে;
আঁখির নিমজ্জিত -
প্রতিটি একাত্মে শুধুই তুমি।
মন খারাপে নয়ন যখন অশ্রুসিক্ত;
মন ব্যাকুল তখন তোমায় জড়িয়ে নিতে।
খুশি, সুখ কিংবা সাফল্যে;
ঠোঁটে যখন এক চিলতে হাসি -
সেই মুহূর্তেও তোমার একাত্ম।
বৃষ্টিমুখর কিংবা জোৎস্নার স্নিগ্ধ আর;
প্রেমময় ক্ষণেও তোমারি একাত্ম।
শীতের ক্ষণে শিহরিত মুহূর্তে;
এক কাপ ধোঁয়া উঠা গরম চায়ের উষ্ণতার -
একাত্মে শুধুই তুমি!
শীতের প্রভাতে শিশির ভেজা ঘাসে -
হাতটি ধরে হাঁটতে থাকা একাত্মে শুধুই তুমি!
প্রাণস্পন্দনের একাত্মে শুধুই তুমি।
প্রাণপাখির একাত্মে শুধুই তুমি।
একাত্মে শুধুই তুমি তাইতো;
আমি আজো আছি বেঁচে এই পৃথিবীতে।
একাত্মে শুধুই তুমি-
হে! আমার প্রিয়!
হে! আমার প্রাণসখা!
একাত্মে শুধুই ভালবাসি তোমায় অনেকবেশি।