ছোট্ট প্রাণ-
আঁখি মেলে ক্রন্দন করে।
ব্যথা, ক্ষিদে, একা, সবার মন;
আকর্ষণ পেতে করে সে শুধুই ক্রন্দন।
মা এসে জড়িয়ে নিলে-
ক্রন্দন থেমে ফোঁটে হাসি ঠোঁটে।
..............
সেই প্রাণ সময়ের সাথে সাথে-
উঠে বেড়ে, শিখে আর বুঝতে শিখে।
এমন করেই এক সময়-
এতো বড় হয় যে শিখে যায়;
কেমন করে নিজের আবেগ, অনুভূতি-
করতে হয় আড়াল হাসি দিয়ে।
মা! মা গো!
আজ আমিও শিখেছি আড়াল করতে।
খুব মন খারাপে তোমায় জড়িয়ে-
আদর সোহাগে জড়িয়ে রাখি;
অশ্রু হয়ে নীরব যন্ত্রণা যায় যে হালকা হয়ে।
পরম শান্তিতে এসে যায় ঘুম তোমার পরশে।
মা!
তোমায় জড়িয়ে আবার আমি-
যদি পারতাম হতে সেই ছোট্ট শিশুটি!