বহু যুগ পরে ফিরছি তোমার ঘরে
কেমন আছো তুমি আজও কি পরে মনে!
শিলাইদহের সেই ছোট্ট কুঁড়ে ঘরে
শুরুর দিনগুলোয় সঙ্গী কতো যন্ত্রনা যে -
সুখ ছিল দিব্য হাজার অভাব মাঝে
বাঁধন ছিল প্রেমের বড্ড শক্ত যে।
প্রাপ্তি ছিল অল্প তৃপ্তি ছিল বহু
হৃদয় কোণে হাজার খুশি ঝরতো নয়ন বেয়ে।
দিব্য ছিল দিনগুলো দুঃখের মাঝে সুখের
গড়তো তোমায় ঘিরে ঘিরে নিত্য নূতন ছন্দে।
এমন করে কাটতো দিন গ্রীষ্ম বর্ষা শরৎ
শীতের মাঝে উষ্ণতা পেতাম তোমায় জড়িয়ে।
বদলে গেলো ধীরে ধীরে সোনার দিনগুলো
গেলে তুমি অনেক দূরে জীবন সংগ্রামের।
কথা দিয়েছিলে, 'আসবো ফিরে আবার '।
বুজেছিলাম মিথ্যা ছিল মন রাখতে আমার।
অনেক দিনে আগেকার এসব কথাগুলো
আজকে মোদের মধ্যেখানে দূরত্ব বিস্তর।
আজ যে তোমা হতে অনেক দূরে আছি
এখন আমি পরিপূর্ণা, আধুনিকা নারী।
সেদিনের আমার সেই সহজ সরল রুপ
মোহের বশে বলেছিলে 'বেশ তো লাগে মোর '।
সেদিন তো বুজিনি কুহক ছিল তা -
কুয়াশা মাঝে দিনের আলোয় স্বচ্ছ এখন তা।
ফিরছি আমি ফেলে আসা কুটির দ্বারে এখন
জানি সেথায় নেই যে কেউ অপেক্ষা করার।
কেউ তো এখন নেই যে আর আল্পনা দেবার।
আগে কত বর্ষা হতো, ভাসিয়ে নিতো সাজ
তবু তো ছিলাম আমি নতুন কলকা আঁকার।
তখন কত সৃষ্টি হত মনের মাঝে আমার
সে সব মোর হারিয়ে গেছে তোমার প্রতারণায়।
জানি তুমি ভুলে গেছো অতীত স্মৃতিগুলো
ভালো থেকো প্রিয় মোর বসন্ত বেলায়।