দিলাম তুলে তোমার হাতে এ পরাণখানা,


                               ওগো পরানপ্রিয়।


নিজের মতো গুছিয়ে নিও এলোমেলো এই জীবনধারা,


                                হে মোর সখা।


স্রোতে স্রোতে আজ এসেছে ভেসে


কি জানি কোন দূরের কূল হতে,


বসন্তের বিদায় বেলায় তরীখানি এ কূলে।


ব্যাথার কুসুম পুষ্পপুটে শ্যামল তরুর ফুলে ফলে


করেছ চয়ন আজ নিশিথে বনের পথে পথে।


নয় যে তা খেলার অঙ্গ, নয় যে তা উপহাসে মগ্ন


সে যে মোর জীবনবীণা, যা দিলাম তোমার হাতে তুলে,


                                    ওগো প্রিয় বন্ধু।


কতো বার যাওয়া আসা        কতো সুরে গান গাওয়া


কতো বার ভেসে যাওয়া         মধুর এই প্রেমের স্বপনে।


তবু কেন ফিরে চাওয়া           তবু কেন কাছে আসা


            কি জানি কোন মায়ায় কোন বাঁধন ডোরে সে বাঁধা।


যদি রাখো হৃদয়ে                   দাও যদি মান তারে


বাঁধা হবে তোমা মাঝে             বাঁচিবে প্রফুল্ল হৃদে।


দাও যদি ঘৃণা ভরে                  দূরে দূরে সরায়ে


বাঁচিবে কি আর সে                 ওগো পরানপ্রিয় আমার।