হটাৎ হলো দেখা শ্রাবন রাতে দু'জনের
দৃষ্টি হয়েছে ক্ষীণ, শরীর হয়েছে লীন
দীর্ঘ কুড়ি বছর পর দেখা দু'জনের।
বৃষ্টি তখন অঝোর, বাতাস শনশন
রাতের মায়ায় আবার মায়াবী দিন গড়া।
কদম্বে আজ বৃষ্টি ছুঁয়েছে, চাতক মনের তৃস্না মিটেছে।
অতৃপ্ত মোরা জীবন নিয়মে বাঁধা
তাইতো চেয়েছি মোরা গভীরে দুজন দু'জনায়।
এমন ভাবে দেখা ভাবা ছিলো না যে -
হলোই যখন দেখা তবে হোক না মনের কথা।
শ্রাবন শুক্ল রাতে মেঘ সরিয়ে চাঁদের হাসি ফোটে
বঞ্জুলনিকুঞ্জে আজ মুখোমুখি দুজনে।
স্মৃতি যত পুরনো নতুনের ভার
হারায় নি তারা তোমার অদেখা বেলায়।
গোপনে সাত রঙ রামধনু আঁকে,
মনের আকাশ জুড়ে বর্ষার রাতে।
সুরভি আজ বেলি কদম বাতাসে ছড়ায়
গোপন রাগে তে আজ দুই মন গোপনে মিলায়।