যাত্রী আমি ওই সুদূরের নব নূতন পথের
চিত্ত মম ভরা আজি প্রিয়জনের বিচ্ছেদে।
পথিক আমি ওই সুদূরের ক্লান্ত দিনের শেষে
ক্ষণিক স্বস্তি নিতে আসি তোেমার দ্বারের পানে।
তোমারে করি নমস্কার হে চির নবীন প্রিয়
তোমার পানে বারে বারে ফিরি ভগ্ন হৃদয়ে।
ওগো নবীন প্রভাতজ্যোতি চিরকালের প্রিয়
যাত্রী আমি ওই সুদূরের অজানা দূর দেশের।
যাত্রা পথের মাঝে যারা এলো সঙ্গী হয়ে
অচেনা হয়েও শেষে গেলো সখা হয়ে।
এমন করে দিনের শেষে হাজার সখার ভিড়ে
তোমার কথা বারে বারে হৃদয় মাঝে জাগে।