ওগো সুন্দর, কোন বরে হলাম বনফুল -
পেলাম তোমার চরণ তোমার অর্ঘ্য রূপে।
ভোরের প্রথম কিরণ তরুণ আলোর ছটা
ভাঙালো ঘুম নবীন শরৎ প্রাতে।
ভুবন মাঝে স্থলে জলে সুন্দর বিরাজে
দক্ষিণ হওয়া দোল লাগলো তরুণ ধানের ক্ষেতে।
তোমার গুন গেয়েছিলাম পূর্ন দিবসে।
সারাদিনের ক্লান্তি শেষে অবশেষে ফেরা
দিনের আলো নিভে এলো সুপ্ত পাখির গানে।
পথের ধুলো উড়িয়ে এবার আপন গোঠে ফেরা
দিনের সব কাজের এবার হিসাব নেবার পালা।