আলোর সাথে মিশে গেলো মধুর কান্তি যত
তোমার সাথে মিশে যাবে মধুর ভাব তরঙ্গ।
জীবন হেথায় প্রশ্ন করে আমার কি দাম তবে?
কুয়াশা মাঝে জড়ানো থাক পরশ খানি মম।
নতুন করে গান যত বেঁধেছিলাম আমি
নৃত্যের ছন্দে তাঁদের করলে প্রকাশ আজি।
ভ্রমর আজ ঘুরে ঘুরে গুঞ্জরিত বনে
পুষ্প আজ বিলালো যে আপন সুবাস ওহে।
মর মর ধ্বনি ওঠে শুকনো শাল বনে
কিরূপে মাঘ যায় হারিয়ে ফাল্গুনে।
হৃদয় আজ মধু রসে মগ্ন তোমাতে
দেখা হবে গোধূলিতে নিবিড় জোৎস্নার সুর নিশিতে।