সেদিন যবে আসবে মোর জীবন সমাপনে
বাজবে বাঁশি দিগন্তে দীপক অনুরাগে।
কুসুম বনে ঝরবে কতো পুষ্প তরুদল
নিভে যাবে দিনের আলো, জীবন শিখা মোর।
জোয়ার শত বন্যা রূপে আঁচড়ে কূলের'পর
ভাঙবে এ কূল নয়ন নীরে বিচ্ছেদ দূর বহুদূর।
শুক্ল ফাগুন মলিন রূপে আঁধার মেঘের ছায়
বৃষ্টি এসে শোকের বিলাপ আপনি গেয়ে যায়।
ধরা হেথায় স্তব্ধ হলো মৌন মলিনতায়
ইমন রাগের হাসির ধারা অশ্রুতে মিলায়।
ফুল বনে আর মধুপ এসে গুঞ্জরিল না
জীবন স্মৃতির সকল চিহ্ন সময়ে মিলায়।