বসন্তের ই কতো গান সখী
দিলাম তোমায় চুপিচুপি।
কতো সুর দিলাম এনে আজ
এই ফাগুনের মধুর মুহুয়ায়।
হৃদয় হলো রাঙা নব নতুন সাজে
বনপলাশীর মাতাল মহুয়ায়।
সাঁঝবেলাতে পূর্ণ জোস্না যখন
গভীর বনকে রাঙিয়েছে আলোয়,
যাত্রা মোদের শুরু হলো সেইক্ষনে,
গভীর ভাব তরঙ্গীত হৃদয়ে।
এই বসন্ত নানান ছলনা করে
কাটিয়ে দিলো সময় নানান মোহে ভরে।
যাত্রা মোদের শেষ হলো যখন
সন্ধে শেষে রাত নেমেছে তখন।
গভীর রাতে বাঁশির সুর উঠেছে
ঘিরেছে মোদের স্বপ্ন মায়ার গভীর মোহে।
সহস্র পথ পেরিয়েছি মোরা,
সমুখে রয়েছে অসীম দিগন্ত রেখা।
ঝড় এসেছিলো গভীর রজনীতে,
তন্দ্রাহীন বিনিদ্র রাতে।
ব্যাকুল হয়ে ছুটেছিলে বনে
ত্রস্ত হরিণীর মতো পথে পথে।
শক্ত করে ধরেছিলাম হাতখানি,
যেথায় সহস্র ক্রোশ পাড়ি দেবো দুজনে।
কথা দিয়েছিলাম থাকবো পাশে পাশে
বন্ধুর পথ পাড়ি দেবো দুজনে।