ছিলেম একলা, নিভৃতে বাঁধা কোন মায়া পাশে

কতো কাল গেছে কেটে আসেনি কেউ খোঁজ নিতে।

আজ কোন বাঁধন ছাড়া শ্রাবন এলো এ মরু মাঝে

ডাক দিলো ভেসে যাবার আনন্দের উল্লাসে।

তাঁর পানে চেয়ে থাকা জ্ঞান সাগরের সমারোহে

উড়িয়ে দিল বাঁধন সকল,পালে দিল দক্ষিণ হাওয়া।

বারে বারে ফিরে ফিরে, ফিরে চাওয়া আনন্দে।

দিল ডাক শিকল ভাঙার বেলা শেষে বিদায়কালে

গেয়ে গেলে গান তুমি বর্ষার সৃজনের আভাস হয়ে।

নব আশা জাগে আজ শুষ্ক মরুকায়

আনন্দের বিভূতি ছড়ালে বন্দিনীর  যাতনায়।

দূর হতে সুবাস আজ কামিনী কদম্বের

দিলে আজ ভরিয়ে বন্দিনীর জীবনে।

বারে বারে নানা ভাবে প্রহরের শেষ ক্ষণে

ছুঁয়ে গেলে অছিলায় এ তনু গভীর পরশে।